ভারতের আকাশে পাক জঙ্গী বিমান
গত ২৪শে অক্টোবর রণােন্মত্ত পাকিস্তানের দুই ঝাঁক জেট বিমান আকাশ সীমা লঙ্ঘন করে ভারতের মধ্যে ঢুকে পড়ে। দমদমের শক্তিশালী র্যাডারে তা ধরা পড়েছে। দমদম থেকে ৩০ মাইল দূরে বিমান বন্দরের পূর্বদিক থেকে ঐসব জঙ্গী বিমান ছুটে আসে। মিনিট চারেক চক্কর মেরে তা আবার উধাও হয়ে যায়।
গত ২০ তারিখেও আরেক ঝাক পাক-জঙ্গী বিমান বর্ধমানের আকাশে উড়ে যায়। কিছুদিন পূর্বে মেঘালয়েও এই ধরনের বিমানের অনুপ্রবেশ ঘটে বলে প্রকাশ।
সূত্র: দৃষ্টিপাত, ২৭ অক্টোবর ১৯৭১