আসামে ১২ হাজার রাজাকার
আসামের মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্র মােহন চৌধুরী গৌহাটীতে শাসক কংগ্রেসের সভায় বলেন যে আসামের গােয়ালপাড়া সীমান্ত দিয়ে পাকিস্তান হইতে বারাে হাজার রাজাকর আসামে ঢুকিয়াছে। উহারা পাকিস্তানী সেনাবাহিনীরই এক অংশ বলিয়া উহাদেরে শরণার্থীদের হইতে পৃথক করিয়া গােয়ালপাড়ার মানকাচরে রাখা হইয়াছে। শ্রী চৌধুরী মন্তব্য করেন যে শীঘ্রই আরও বহু সংখ্যক রাজাকর আসামে আশ্রয় নিবে।
সূত্র: দৃষ্টিপাত, ২৭ অক্টোবর ১৯৭১