You dont have javascript enabled! Please enable it! 1971.10.29 | করিমগঞ্জ সীমান্তে পাকিস্তানী বাহিনীর গুলীবর্ষণ অব্যাহত | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

করিমগঞ্জ সীমান্তে পাকিস্তানী বাহিনীর গুলীবর্ষণ অব্যাহত

গত ২৩ শে অক্টোবর লাতু সীমান্তবর্তী মনতলী ও দেওতলী গ্রামে পাকিস্তানী সৈন্যবাহিনী ৪ ইঞ্চি মর্টারের সাহায্যে ১৭ রাউণ্ড গুলীবর্ষণ করে। এতে জনৈক বৃদ্ধা মহিলা আহত হন।
২৪ শে অক্টোবর রাত্রে পাক সেনারা করিমগঞ্জ সীমান্তে সাদারশি ও জগন্নাথীর মধ্যস্থলে করিমগঞ্জ শহর থেকে পাঁচ কিলােমিটার দূরবর্তী তিলাইয়া বাজারে কয়েক রাউণ্ড গুলীবর্ষণ করে। কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায় নি।
সম্প্রতি পুতনী চা বাগানে পাকবাহিনী ১২ রাউণ্ড গুলীবর্ষণ করে। ফলে ৪টি শিশু আহত হয়। গুলীবর্ষণের সময় তারা ঘরের বাইরে ছিল। বাগানের ম্যানেজারের বাংলা থেকে ২০০ গজ দূরে পাকিস্তানী গুলী এসে পড়ে।
২৪ শে অক্টোবর রাত্রে কুশিয়ারা নদীর অপর তীর থেকে পাকবাহিনী করিমগঞ্জ শহরের সন্নিকটবর্তী টিলাবাজার এলাকায় বেশ কয়েক রাউণ্ড মেসিনগানের গােলা বর্ষণ করে। কোন ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায় নি।

সূত্র: যুগশক্তি, ২৯ অক্টোবর ১৯৭১