You dont have javascript enabled! Please enable it!

পাক সৈন্যবাহিনীর গুলীতে ভারতীয় মহিলা নিহত

গত ১৬ই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত আনুমানিক ৯.৩০ মিনিটের সময় পুরাহুরিয়া গাঁও সভার সভাপতি মােঃ নুরুল হক চৌধুরীর বাড়িতে পাক সেনাদের গুলিতে আলেকজান বিবি নামক একজন মহিলা প্রাণ হারান। ঐ বাড়ির দক্ষিণ দিকের পাকা গৃহটিতে গুলি পড়ায় ঐ গৃহটি নষ্ট হয়ে যায়। কয়েকটি গবাদি পশুও গােলাবর্ষণে প্রাণ হারায়। পুরাহুরিয়া গ্রামের অধিকাংশ অধিবাসী এই অতর্কিত গােলাবর্ষণে আতঙ্কিত হয়ে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।
১৭ই সেপ্টেম্বর সকালে মহীশাসনে পাক সৈন্যগণ কর্তৃক গােলাবর্ষণের সময় স্থানীয় মহকুমা পুলিশ অফিসার শ্রী জি.সি. তামুলী যখন জীপ থেকে নামছিলেন, তখন তার গায়ে একটু আঘাত লাগে। তবে তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে।

সূত্র: যুগশক্তি, ২৪ সেপ্টেম্বর ১৯৭১