পঞ্চায়েৎ সভায় বাংলাদেশের স্বীকৃতির দাবী
করিমগঞ্জ মহকুমার এংলার বাজার গাঁওসভার এক সভায় শেখ মুজিবুর রহমানের মুক্তি ও বাংলাদেশের স্বীকৃতির দাবী করে একটী জোরালাে প্রস্তাব গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন উক্ত পঞ্চায়েৎ সভাপতি শ্রীশওকত আলী লস্কর।
প্রস্তাবটিতে বলা হয়েছে পূর্ববঙ্গের সাড়ে সাতকোটী নিরীহ বাঙালীর ন্যায্য দাবীকে ক্ষুন্ন করার উদ্দেশ্যে ইয়াহিয়া সরকার ইসলামী রাষ্ট্রের ভাওতা দিয়ে লক্ষ লক্ষ বাঙালীকে হত্যা করে, লক্ষ লক্ষ বাঙালীকে বাস্তুহারা করে, সহস্র সহস্র মা-বােনদের উপর পাশবিক অত্যাচার চালিয়ে একটী ত্রাসের সঞ্চার করেছে। শেখ মুজিবুর রহমানকে দীর্ঘদিন বন্দী রেখে বর্তমানে গােপন বিচারের নামে শেখকে হত্যা করার ষড়যন্ত্র করা হচ্ছে। এতে ইসলামের মহান আদর্শকে সম্পূর্ণভাবে বলি দেওয়া হয়েছে। কোন কোন বৃহৎশক্তি এই নিধন যজ্ঞে ইন্ধন জোগাচ্ছে এটা অত্যন্ত পরিতাপের বিষয়। রাষ্ট্রসংঘের এ ব্যাপারে উপযুক্ত ভূমিকা গ্রহণ না করার আতঙ্কের সৃষ্টি হচ্ছে। অনতিবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দান এবং শেখ মুজিবকে মুক্তি দানের জন্য ভারত সরকারকে সর্ব প্রকারের চাপ সৃষ্টি করার জন্য দাবী জানান হয়।
সূত্র: দৃষ্টিপাত, ৬ অক্টোবর ১৯৭১