You dont have javascript enabled! Please enable it!

জাতির উদ্দেশে রাষ্ট্রপতির উদাত্ত ভাষণ

গত রাত্রি প্রায় ৮টার সময় ভারতের রাষ্ট্রপতি শ্রী ভি ভি গিরি ২৪তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষ্যে ভারতীয় জাতির উদ্দেশ্যে উদ্দীপনাময় ভাষণ দেন। তিনি তাঁহার ভাষণে বাংলাদেশে জঙ্গীশাহী আচরণের এবং বাংলাদেশগত লক্ষ লক্ষ শরণার্থীদের ভারত আগমনের ফলে উদ্ভূত পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। দেশের ঐক্য শান্তি, প্রীতি অক্ষুন্ন রাখার, দেশে উৎপাদন বৃদ্ধি করার, বেকারদের কর্মসংস্থানের এবং গােটা ভারতীয় জাতির মিলিত উন্নয়নের প্রতি গুরুত্ব দিয়া সকলকে মহান ভারত গঠনের ও রক্ষণের জন্য আবেদন জানান।
তাঁহার ভাষণ দিল্লীস্থ আকাশবাণী কেন্দ্র হইতে প্রদত্ত হয় এবং ভারতের অন্যান্য আকাশবাণী কেন্দ্র সমূহ হইতে তাহা “রিলে” করা হয়। পরে তাহা বাংলা, হিন্দী প্রভৃতি ভাষায় প্রচারিত হইয়াছে।

সূত্র: আজাদ, ১৫ আগস্ট ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!