You dont have javascript enabled! Please enable it!

শান্তি ও নিরাপত্তার জন্য
ভারত রাশিয়া চুক্তি

নয়াদিল্লী ১০ আগস্ট, ভারত ও সােভিয়েত রাশিয়া গতকল্য দুই দেশের মধ্যে মৈত্রী, শান্তি ও সহযােগিতার এক চুক্তি স্বাক্ষর করিয়াছে। চুক্তিতে পারস্পরিক প্রতিরক্ষার কথাও উল্লেখ রহিয়াছে। ভারত রুশ এক কূটনৈতিক চালে চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের ও তাহাদের সামরিক ও সাহায্য পুষ্ট পাকিস্তানের যুদ্ধ বা আক্রমণের বিরুদ্ধে তাহার নিরাপত্তা সুনিশ্চিত করিয়াছে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী শ্রীসরণ সিং ও সােভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মি. আদ্রেই গ্রোমিকো গতকল্য এক বৈঠকে আন্তর্জাতিক তাৎপৰ্যপূর্ণ এই ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে দুই দেশের মধ্যে শান্তি মৈত্রী ও সহযােগীতার চুক্তি বলিয়া বর্ণনা করা হইয়াছে। এই চুক্তির ফলে চুক্তি করা দুইপক্ষের উপর আক্রমণের আশংকা হ্রাস পাইবে এবং ভারতীয় উপমহাদেশে শান্তি ও স্থায়িত্ব সুনিশ্চিত হইবে।

সূত্র: আজাদ, ১৫ আগস্ট ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!