You dont have javascript enabled! Please enable it! 1971.08.25 | নাশকতার আরেকটী প্রচেষ্টা ব্যর্থ: অল্পের জন্য যাত্রীবাহী ট্রেণের রক্ষা | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

নাশকতার আরেকটী প্রচেষ্টা ব্যর্থ
অল্পের জন্য যাত্রীবাহী ট্রেণের রক্ষা

গত ১৯শে আগষ্ট বৃহস্পতিবার রেলওয়ে পেট্রলম্যান শ্রীরাজেন্দ্র শুক্লবৈদ্যের তৎপরতার দরুণ বিরাট একটী দুর্ঘটনা এড়ান সম্ভব হয়।
করিমগঞ্জ মহকুমার নামাজুয়ার এবং আরেঙ্গাবাদের মধ্যে শ্রীশুক্লবৈদ্য ও তাহার এক সঙ্গী ভােরবেলা রেললাইন বরাবর পাহারা দেয়ার সময় রেললাইনের মধ্যে তিনটী পাকিস্তানী মার্কা তাজা মাইন দেখিতে পান। করিমগঞ্জ থেকে ভােরবেলার যাত্রীবাহী গাড়ীটী অত্যন্ত দ্রুতবেগে ঘটনাস্থলের দিকে এগুতে থাকলে লাল নিশান দুলিয়ে শ্রীশুক্লবৈদ্য গাড়ীটীকে আটকে দিতে সক্ষম হন। ইহাতে যাত্রীবাহী গাড়ীটী একটী অনিবাৰ্য দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়।
সংবাদ পাওয়া মাত্র সৈন্য বিভাগীয় কুকুর ঘটনাস্থলে হাজির করা হয়। কুকুরটীর সাহায্যে চরগােলা বাজারে একব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। অন্য আরেক ব্যক্তি দৌড়াইয়া পলাইতে চেষ্টা করে। কিন্তু একটী মাঠের মধ্যে তাহাকেও গ্রেপ্তার করা হয়। এই সম্পর্কে জোর পুলিশী তদন্ত চলছে।

সূত্র: দৃষ্টিপাত, ২৫ আগস্ট ১৯৭১