দৃষ্টিহীনের দৃষ্টিপাত-
আকাশবাণীর সংবাদ পরিবেশনের দৌলতে সের-আলীপুর নামক করিমগঞ্জ মহকুমার গণ্ডগ্রামটি পাদ প্রদীপের সামনে আসিল। দুইটি মুসলমান যুবককে বাজার ব্যাগে বােঝাই করা টেঙ্ক বিধ্বংসী মাইন সহ হাতেনাতে ধরা হইয়াছে। তাদের জবানবন্দীতে জানা যায় যে, তাহারা পশ্চিম সীমান্তে কোনও শিক্ষণ কেম্পে ভারতে নাশকতামূলক কাজ করিবার জন্য শিক্ষা গ্রহণ করিয়া আসিয়াছে। এইরূপ নাকি আরও ভারতীয় যুবক বিভিন্ন শিক্ষণ শিবিরে শিক্ষা গ্রহণ করিতেছে। সংবাদে প্রকাশ যে, সীমান্ত রক্ষী বাহিনী
দর গ্রেপ্তার করিয়াছে কিন্তু বহু লােকের কানাঘুষা থেকে জানা যায় যে, এই কৃতিত্ব নাকি রক্ষী বাহনীর নহে। গ্রামেরই দুইজন ব্যক্তি যাহারা অতি সাধারণ এবং কোনও নেতা নন, তাহারা সন্দেহক্রমে অপরাধী দুইজনকে আটক করিয়া সীমান্ত রক্ষীদের খবর দেয়। যাহারা এই বীরত্বপূর্ণ কাজ করিয়াছে তাহাদেরে উপযুক্ত পুরস্কার ও যথাযােগ্য উৎসাহ দেওয়া অবশ্য কর্তব্য।
সূত্র: দৃষ্টিপাত, ৮ সেপ্টেম্বর ১৯৭১