You dont have javascript enabled! Please enable it! 1971.09.10 | শহরের কেন্দ্রস্থল থেকে দুটি গ্রেনেড ও একটি মাইন উদ্ধার | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

শহরের কেন্দ্রস্থল থেকে দুটি গ্রেনেড ও একটি মাইন উদ্ধার

গত ৫ই সেপ্টেম্বর রবিবার স্থানীয় ফৌজদারী কোর্ট ও মহকুমা শাসকের অফিসের বিপরীত দিকে অবস্থিত মসজিদ থেকে দুটি গ্রেনেড ও একটি পার্সনেল মাইন উদ্ধার করা হয়। প্রকাশ যে, নিমাই দাস নামক একটি বালক মসজিদের কাছে একটি চায়ের স্টলে কাজ করত। দুপুরে মসজিদের পুকুরে স্নান করতে নেমে সে একখানা গামছার মধ্যে বাঁধা দুটি হাত গ্রেনেড ও একটি পার্সনেল মাইন দেখতে পায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিশকে জানানাে হয়। পুলিশ এসে মসজিদ প্রাঙ্গণ ও পুকুরটি তল্লাসী করে। অনেকক্ষণ তল্লাসী চালিয়েও আর কোন বিস্ফোরক দ্রব্য পাওয়া যায় নি। জোর তদন্ত চলছে। করিমগঞ্জ শহরের একটি গুরুত্বপূর্ণ স্থানে এই বিস্ফোরক দ্রব্যগুলি পাওয়া যাওয়ায় সহরে খুব চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সূত্র: যুগশক্তি, ১০ সেপ্টেম্বর ১৯৭১