You dont have javascript enabled! Please enable it!

দশ লক্ষ লােকের সমাবেশে
প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরার দৃপ্তভাষণ

গত ৯ই আগষ্ট তারিখে দিল্লীতে প্রায় দশ লক্ষ লােকের সমাবেশে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ ভাষণ দান করেন।
তিনি বলেন ভারতের স্বাধীনতা রক্ষায় চরম আত্মত্যাগের জন্য সকলকে প্রস্তুত থাকিতে হইবে। বাংলাদেশের মুক্তি আন্দোলনের সফলতার এবং বাংলাদেশকে স্বীকৃতি দানের ব্যাপারে ভারতের অনুকূলে মনােভাব ব্যাখ্যা করিয়া তিনি জোর দিয়া বলেন ভারত যথাকালে যথাযােগ্য ব্যবস্থায় প্রস্তুত।
দেশে সংহতি, ধর্ম নিরপেক্ষতা ও উন্নয়ন অক্ষুন্ন রাখার এবং সর্ব প্রকার বাধাবিপত্তি অতিক্রম করার পরিবেশ অটুট রাখার প্রতি তিনি সকলকে মনােযােগী থাকিতে অনুরােধ জানান।

সূত্র: আজাদ, ১৫ সেপ্টেম্বর ১৯৭১