বাংলাদেশে জঙ্গী অত্যাচার ও ভারতে প্রতিরক্ষা ব্যবস্থা সম্পর্কে প্রদর্শনী
গত ২১শে জুলাই থেকে আসাম প্রদেশের তিনটী স্থানে কেন্দ্রীয় তথ্য ও বেতার দপ্তরের ক্ষেত্র পরিচালন বিভাগ কর্তৃক বাংলাদেশ ও প্রতিরক্ষা সম্পর্কিত একটী প্রচার সপ্তাহ পালন করা হচ্ছে। করিমগঞ্জে এই প্রচার সপ্তাহের উদ্বোধন করেন আসামের পূর্তমন্ত্রী শ্রীআলতাফ হুসেইন মজুমদার। স্থানীয় রমণী মােহন ইনষ্টিটিউটে বহু বিশিষ্ট নাগরীকের উপস্থিতিতে উদ্বোধনী সভায় পৌরহিত্য করেন পৌর সভাপতি শ্রীপ্রমােদ রঞ্জন চৌধুরী। বাংলাদেশের জঙ্গী অত্যাচার এবং ভারতীয় প্রতিরক্ষা সম্পর্কিত একটা চিত্র প্রদর্শনীও উদ্বোধন করা হয়।
উদ্বোধনী প্রসঙ্গে শ্রীমজুমদার বাংলাদেশ আন্দোলন ও ভারত সরকারের চিন্তাধারা সম্পর্কে একটা সুচিন্তিত ভাষণ দেন। এই সংকট সংকুল অবস্থার পরিপ্রেক্ষিতে সাম্প্রদায়ীক ঐক্য বজায় রাখিতে তিনি আহ্বান জানান। অবসর প্রাপ্ত অধ্যক্ষ শ্রীধীরেন্দ্র কুমার ভট্টাচাৰ্য একটা নাতিদীর্ঘ ভাষণ দেন। | দপ্তরের কর্মীরা প্রচার সপ্তাহের তাৎপর্য ব্যাখ্যা করেন। বক্তৃতা চিত্রপ্রদর্শনী, সিনেমা শাে ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই পরিচালনা করা হচ্ছে। করিমগঞ্জ পাথারকান্দি, রামকৃষ্ণনগর ও বদরপুরে এই প্রচার চালান হয়।
সূত্র: দৃষ্টিপাত, ২৮ জুলাই ১৯৭১