বাংলাদেশের স্বীকৃতি
বাংলাদেশের স্বীকৃতি অতি আসন্ন বলে দিল্লীর ওয়াকিবহাল মহলে আলােচনা চলছে। কেন্দ্রীয় মন্ত্রীসভার রাজনৈতিক কমিটি ইতিমধ্যেই এই সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব ন্যস্ত করেছেন বলে প্রকাশ।
ঘােষণার সময় ক্ষণ নির্ধারণের দায়িত্ব প্রধানমন্ত্রীর উপর। এবং এই নিয়ে দিল্লীতে খুবই জল্পনা কল্পনা সুরু হয়েছে। কেহ কেহ আশা কচ্ছেন আগামী ১লা আগষ্ট জনসংঘ যে দাবী দিবস পালন করতে যাচ্ছে তার পূর্বেই এই ঘােষণা হয়ে যেতে পারে। আবার কাহারাে মতে আগামী ৯ই আগষ্ট ৫০ সহস্রাধিক জনতা সহযােগে কংগ্রেস থেকে যে দাবী দিবস পালন করার প্রচেষ্টা হচ্ছে এই ঘােষণা তারপরই হতে পারে। তবে সকলেই আশা কচ্ছেন আগামী ১২ই আগষ্ট লােকসভার বর্তমান অধিবেশন শেষ হওয়ার আগেই এই ঘােষণা করা হয়ে যেতে পারে। | রাশিয়া, চেকোশ্লোভাকিয়া, যুগশ্লোভিয়া, পােলাও, ইস্রায়েল প্রভৃতি দেশও অবিলম্বে বাংলাদেশের স্বীকৃতি দিতে পারেন বলে ওয়াকিবহাল মহল আশা প্রকাশ কচ্ছেন।
সূত্র: দৃষ্টিপাত, ২৮ জুলাই ১৯৭১