ভারত বাংলা সীমান্তে প্রচণ্ড বিস্ফোরণ ঘটনা স্থলে ৫ জন গুরুতর আহত
বিগত ২৬ শে জুলাই সােমবার বিকাল বেলা ভারত বাংলাদেশ সীমান্ত অঞ্চল লাতু গাঁও সভায় অন্তর্গত গনুক গ্রামের আছাদ উদ্দিনের (করিমগঞ্জ কলেজের ছাত্র) বাড়ীতে একটি বােমা বিস্ফোরণে ঘরের চাল উড়িয়া যায়, আছাদ উদ্দিনের দুই ভাই সহ ৫ পাঁচজন ঘটনাস্থলে মারা যান। ৫জন আহত অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে ভর্তি হয় তন্মধ্যে একজনের অবস্থা আশংকাজনক থাকায় অস্ত্রোপচারের জন্য তাহাকে শিলচর হাসপাতালে স্থানান্তরিত করা হইয়াছে। এই বিস্ফোরণের ঘটনায় এতদঞ্চলে গভীর বিস্ময়ের সঞ্চার হইয়াছে। গন্ধক, কুরিখালা, হাড়িঘাট, কেওতলা এই চারটী গ্রাম সম্পূর্ণভাবে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত এলাকা। গন্ধক গ্রাম ভারত সীমান্তে অঞ্চলের প্রত্যন্ত এলাকা। ইহার পশ্চিমে ধানক্ষেতের মাঠ ও বাংলাদেশ। গন্ধক গ্রাম সবদিক হইতেই সড়ক যােগাযােগ হইতে বিচ্ছিন্ন।
সূত্র: দৃষ্টিপাত, ২৮ জুলাই ১৯৭১