বাংলাদেশে গণতন্ত্রের জন্য সংগ্রাম সফল হইবেই
পূর্তমন্ত্রী জনাব মজুমদারের অভিমত
করিমগঞ্জ ২১শে জুলাই, বাংলাদেশে যে গণ সংগ্রাম চলিতেছে তাহা গণতন্ত্র প্রতিষ্ঠার এবং পশ্চিম পাকিস্তানীদের শােষণের বিরুদ্ধে চলিতেছে। বাংলাদেশের ঘটনাবলী আভ্যন্তরীণ ব্যাপার নহে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সেখানে যে সংগ্রাম চলিতেছে তাহাতে সমর্থন দান করা আমাদের সকলেরই উচিত।
এখানে সৰ্বাত্মক প্রচার অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়া আসামের পূর্তমন্ত্রী শ্রী আলতাফ হােসেন মজুমদার উপরােক্ত কথাগুলি দৃঢ়তার সহিত বলেন। তিনি তাহার তথ্যবহুল ভাষণে পরিসংখ্যান দ্বারা প্রমাণ করেন দীর্ঘ ২৪ বৎসর কাল পশ্চিম পাকিস্তান বাংলাদেশের ন্যায্য স্বার্থ অবিরাম পদদলিত করিয়াছে। তিনি আশা করেন যে অদূর ভবিষ্যতে বাংলাদেশের মুক্তি সংগ্রাম জয়যুক্ত হইবে এবং ভারতে আগত শরণার্থীরা গণতন্ত্রী বাংলাদেশে ফিরিয়া যাইবার পরিবেশ পাইবেন।
ভারতে গণতন্ত্রের সত্যিকার রূপায়ণ সম্পর্কে বর্ণনা দিয়া তিনি বলেন সর্বপ্রকার মতবৈষম্য ও দলাদলি ত্যাগ করিয়া সুখী ভারত গঠন করার জন্য মিলিতভাবে কাজ করা আমাদের সকলেরই উচিত।
করিমগঞ্জের এই মহতী জনসভায় পৌরহিত্য করেন পৌরসভাপতি শ্রী প্রমােদ রঞ্জন চৌধুরী। আরাে কয়েকজন বক্তা সভায় বক্তৃতা করেন।
আসামের প্রচার ও জনসংযােগ বিভাগের সহযােগীতায় কেন্দ্রীয় সরকারের ফিল্ড পাবলিসিটি শাখার বিশেষ তৎপরতায় সীমান্তবর্তী কাছাড় ও গােয়ালপাড়া জিলায় বাংলাদেশ পরিস্থিতি, জাতীয় সংহতি এবং জাতীয় গণদায়িত্ব সম্পর্কিত প্রচার অভিযানের বিশেষ উদ্বোধন উপলক্ষ্যে করিমগঞ্জে আহুত এই সভায় সকল শ্রেণীর লােক যােগদান করিয়াছিলেন।
সূত্র: আজাদ, ২৮ জুলাই ১৯৭১