চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকা উচিত
জনগনোণীর প্রতি শীত্রিপাঠির আহ্বান
তেজপুর ২৫ জুলাই আসামের অর্থ ও শ্রমমন্ত্রী শ্রীকামাখ্যা প্রসাদ ত্রিপাঠি ৫ দিন ব্যাপিয়া তেজপুর মহকুমার বিশ্বনাথ ও বেহালী এলাকায় সফরকালে কতিপয় জনসভায় দেশের বর্তমান পরিস্থিতি ও জনগণের কর্তব্য সম্পর্কে ভাষণ দান করেন।
তিনি বলেন পাকিস্তান শাসকদের নিদারুণ অত্যাচারে, গণহত্যায় গত ২৫ শে মার্চ হইতে ৭০ লক্ষাধিক বাংলাদেশবাসী প্রাণ বাঁচাইবার জন্য ভারতে আশ্রয় লইয়াছে। এইসব ছিন্নমূল শরণার্থীদের জন্য আমাদের সরকার কোটী কোটী টাকা খরচ করিতেছেন।
পাকিস্তানের বর্বরতার কারণে বিশ্বজনমত ক্ষুব্ধ হইয়া পাকিস্তানকে সাহায্য দান বন্ধ করিয়াছিল যাহার ফলে সেখানে স্বাভাবিকতা ফিরিয়া আসার আশা করা গিয়াছিল কিন্তু পরবর্তী পর্যায়ে বিদেশ হইতে পাকিস্তান সহায়তা পাইতে থাকে তজ্জন্য তাহারা জঙ্গীবাদী কুকর্ম চালাইতে এবং ভারতকে যুদ্ধের হুমকী শুনাইতে ত্রুটি করিতেছে না।
শ্ৰীত্রিপাঠি জোর দিয়া বলেন যাহাতে আমাদের জনগনেণিীর মাঝে আসিয়া পঞ্চম বাহিনী, অন্তর্ঘাতী, সমাজবিরােধী এবং উস্কানীদাতা শত্ৰুচরেরা স্থান না পায় তপ্রতি সতর্ক দৃষ্টি রাখিতে হইবে।
সূত্র: আজাদ, ৪ আগস্ট ১৯৭১