You dont have javascript enabled! Please enable it! 1971.08.04 | করিমগঞ্জে বেসামরিক প্রতিরক্ষা ট্রেনিং | আজাদ - সংগ্রামের নোটবুক

করিমগঞ্জে বেসামরিক প্রতিরক্ষা ট্রেনিং

বিগত ২৩ মে জুলাই ১৯৭১ ইং করিমগঞ্জ সহরে নুন্যাধিক ৮০ জন মহিলা ও পুরুষ নিয়া গঠিত একটি একটি অসামরিক প্রাথমিক প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি ঘােষণা করা হয় যাহার সর্বশেষ অনুষ্ঠান ছিল দূরপাল্লার বন্দুক ছোড়ার অনুশীলন।
এই সব স্বেচ্ছাসেবক বাহিনীকে সমাজের সকল স্তর থেকে নেওয়া হইয়াছে এবং তাহাদিগকে অসামরিক প্রতিরক্ষা বিষয়ে ১০ দিনের একটি পূৰ্ব্ব প্রশিক্ষণ দেওয়া হইয়াছে যাহার মধ্যে উদ্ধারকার্য, অগ্নি নির্বাপণ, প্রাথমিক সুশ্রুষা এবং বিমান আক্রমণ থেকে রক্ষা পাওয়া ইত্যাদি অন্যতম বিষয় ছিল। তাহার পর তাহাদিগকে ১৪ দিনের রাইফেল চালানাের প্রশিক্ষণ দেওয়া হয়। রাইফেল চালনায় মহিলারা ভাল ফল দেখাইয়াছেন। তাহার পর ২৫ শে জুলাই ৭১ ইং তারিখে রমনিমােহন ইনষ্টিটিউটে এক মনােজ্ঞ অনুষ্ঠানে নারিশক্তি সংঘের কর্তৃপক্ষগণ মহিলা বিজেতাদের পুরস্কার বিতরণের আয়ােজন করেন।
করিমগঞ্জ এম,এস,সি, গার্লস হাইয়ার সেকেন্ডারী স্কুলের অধ্যক্ষা শ্রীযুক্তা মিলন শশি মজুমদার উক্ত অনুষ্ঠানে পৌরহিত্য করেন এবং পুরস্কার বিতরণ করেন শিলচরের সুখ্যাতি সম্পন্না রাইফেল শুটার শ্রীযুক্তা বেলা চৌধুরী।
এই প্রশিক্ষা কাছাড়ের জেলাধিপতির আদেশে অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর তত্বাবধানে অনুষ্ঠিত হইয়াছে।

সূত্র: আজাদ, ৪ আগস্ট ১৯৭১