You dont have javascript enabled! Please enable it! 1971.08.13 | চরগােলার কাছে রেল লাইনে দ্বিতীয়বার মাইন স্থাপন | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

চরগােলার কাছে রেল লাইনে দ্বিতীয়বার মাইন স্থাপন

গত ১৩ই আগষ্ট চরগােলা ষ্টেশনের কাছে মাইন বিস্ফোরণ ঘটিয়ে একটি মালগাড়ী ও একটি এ্যাম্বুলেন্স কার ক্ষতিগ্রস্থ করার পর পাক এজেন্টরা আবার গত ১৯শে আগষ্ট পূর্বোক্ত স্থানের কয়েক ফর্লং আগে আবার মাইন বসায়। ভােরবেলা করিমগঞ্জ থেকে শিলচরগামী ট্রেন চরগােলা ষ্টেশন অতিক্রম করার পর ঐ মাইনটি জনৈক গ্রামবাসী কৃষকের নজরে পড়ে, ফলে সে সংগে জনৈক রেলওয়ে গ্যাংম্যানকে ঐ কথা জানায়। এদের চেষ্টায় প্রােথিত মাইন থেকে মাত্র কয়েক গজ আগে যাত্রীবাহী ট্রেনটি থামানাে সম্ভব হয়। সন্দেহজনক গতিবিধির জন্যে এক ব্যক্তিকে সংগে সংগেই গ্রেপ্তার করা হয়। উপর্যুপরি এ ধরণের ঘটনা ঘটায় জনসাধারণের মধ্যে তীব্র বিক্ষোভ এবং অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে।

সূত্র: যুগশক্তি, ১৩ আগস্ট ১৯৭১