You dont have javascript enabled! Please enable it!

আসামে শতাধিক পাকিস্তানী গুপ্তচর গ্রেপ্তার

বিগত ৫ই জুন আসামের মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্রমােহন চৌধুরী গৌহাটিতে প্রদেশ শাসক কংগ্রেস কমিটির বৈঠকে বলেন যে, আসামে শতাধিক পাকিস্তান সমর্থক অন্তঘাত ও পঞ্চম বাহিনীর লােককে গ্রেপ্তার করা হইয়াছে।
শ্ৰীচৌধুরী বলেন যে, উহাদের অনেকে এই সীমান্ত রাজ্যে গােলযােগ সৃষ্টির বিশেষ উদ্দেশ্যে শরণার্থীদের সহিত ঢুকিয়া পড়িয়াছিল।
বদরপুর ও লামডিংয়ের সাম্প্রতিক সাম্প্রদায়িক হাঙ্গামার বিস্তারিত বিবরণ দিয়া শ্ৰীচৌধুরী বলেন, এই সকল স্থানের হাঙ্গামার জন্য পাকিস্তানী গুপ্তচরেরা দায়ী বলিয়া দৃঢ় সন্দেহ করা হইতেছে।

সূত্র: যুগশক্তি, ১১ জুন ১৯৭১