You dont have javascript enabled! Please enable it!

সীমান্তবর্তী ভারতীয় গ্রামে পাকবাহিনীর গুলীবর্ষণ

পাকিস্তানী সৈন্যরা গত ৩রা জুলাই ভাঙ্গার অদূরবর্তী টুকেরগ্রামে বেপরােয়াভাবে গুলীবর্ষণ করে। বাংলাদেশের আমলসীদের তিন জন আওয়ামী লীগ কর্মী পাক সেনার তাড়া খেয়ে টুকেরগ্রামে প্রবেশ করলে এই গুলিবর্ষণ শুরু হয়। বি, এস, এফ ক্যাম্পে ও গ্রামের অন্যান্য এলাকায়ও গুলি পড়ে। বি, এস এফ পাল্টা জবাব দেয়। উভয়পক্ষে তিন ঘণ্টা ব্যাপী এই গুলি বিনিময়ে চারজন পাকিস্তানী আনসার নিহত হয় বলে প্রকাশ।

সূত্র: যুগশক্তি, ৯ জুলাই ১৯৭১