আসাম ও মেঘালয়ে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সফর সূচী
প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী আগামী ১১ই জুন শুক্রবার সকালে বিমানযােগে কুম্ভীর গ্রামে পৌছিবেন। আবহাওয়ার অবস্থা অনুযায়ী প্রধানমন্ত্রী হেলিকপ্টার অথবা মােটর যােগে করিমগঞ্জ পৌছিবেন। প্রধানমন্ত্রী করিমগঞ্জ পৌছিয়াই সীমান্ত এলাকা এবং দাসগ্রাম সীমান্ত এলাকা পরিদর্শন করিবেন। অপরাহ্নে একটি জনসভায় ভাষণ দান করিবেন এবং কয়েকটি শরণার্থী শিবির পরিদর্শন করিবেন। সন্ধ্যায় সার্কিট হাউসে কাছাড় জেলার বিভিন্ন জননেতা ও সাংবাদিকদের সহিত সাক্ষাৎ করার পর শিলচর রওয়ানা হইবেন এবং তথায় রাত্রি যাপন করিবেন।
পরদিন শ্রীমতী গান্ধী বিমান যােগে শিলং পৌছিবেন। সেখান হইতে হেলিকপ্টার যােগে ডাউকী ও বালাটে অবস্থিত শরণার্থী শিবির ও বাংলাদেশ-মেঘালয় সীমান্ত পরিদর্শন করিয়া রাত্রিতে তুরা পৌছিবেন। ১৩ই জুন প্রধানমন্ত্রী গারাে পাহাড়ের সীমান্ত অঞ্চল এবং ডলু শরণার্থী শিবির পরিদর্শন করিয়া বাগডােগরা হইয়া নয়াদিল্লীতে ফিরিবেন।
সূত্র: যুগশক্তি, ৪ জুন ১৯৭১