You dont have javascript enabled! Please enable it!

স্বীকৃতির দাবীতে অনশনের হুমকি

রাজ্যসভা সদস্য ও এস এম পি নেতা শ্রীরাজনারায়ণ ৬ই জুন বারানসীতে এক সাংবাদিক সম্মেলনে বলেন অনতিবিলম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া ভারতের প্রাথমিক কৰ্ত্তব্য। সেখানে সামরিক সাহায্য পাঠানােও দরকার। তিনি বাংলাদেশের স্বীকৃতির দাবীতে অনশন আরম্ভ করবেন বলে জানান।

সূত্র: দৃষ্টিপাত, ৯ জুন ১৯৭১