বাংলাদেশের স্বীকৃতি
গত ৬ই জুন লক্ষ্ণৌতে জাতীয় সংখ্যালঘু সম্মেলনে সভাপতির ভাষণে লােকসভার সহকারী অধ্যক্ষ শ্ৰী জি, জি, সােয়েল বলেন, পররাষ্ট্রমন্ত্রী শ্রীশরণ সিং বিদেশ সফর শেষ করে ফিরে এলেই বাংলাদেশের স্বীকৃতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এ বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের সদস্যা শ্রীমতী নুরজাহান মােরশেদ বাংলাদেশকে অনতিবিলম্বে স্বীকৃতি দেবার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন। শ্রীমতী মােরশেদ বলেন ভৌগগােলিকভাবে দ্বিখণ্ডিত পাকিস্তান এখন মানসিক ও সাত্ত্বিক ভাবেও বিভক্ত। কাজেই দুই খণ্ডের মধ্যে মিলনের আর কোন সেতু নির্মাণ সম্ভব নয়। ভারতের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন—আমাদের নিরাপত্তার জন্য এগিয়ে আসুন, চরম সংকটে বাংলাদেশকে বর্বর পাক পাঞ্জাবীর হাত হইতে বাঁচান।
সূত্র: দৃষ্টিপাত, ৯ জুন ১৯৭১