আসামের সাম্প্রতিক অশান্তি
লামডিং, গৌহাটী ও তেজপুরে সম্প্রতি যে অশান্তি ও উপদ্রব আরম্ভ হইয়াছিল সর্বত্রই তথায় এখন শান্তি স্থাপিত হইয়াছে। কঠোর হস্তে এই অশান্তি দমনে মুখ্যমন্ত্রী শ্রীমহেন্দ্র মােহন চৌধুরী যে তৎপরতা প্রদর্শন করিয়াছেন কলিকাতা ও স্থানীয় পত্র পত্রিকাতে তাহার ভূয়সী প্রশংসা করা হইয়াছে।
সূত্র: দৃষ্টিপাত, ৫ মে ১৯৭১