ভারতীয় এলাকায় পাক হানাদারদের গুলিবর্ষণ
ভারতীয় এলাকায় ত্রিপুরা সীমান্তে রামপুর গ্রামে পাক হানাদাররা একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করে। তাহার স্ত্রী ও তিন মাসের শিশুটিও গুলিতে আহত হয়।
আগরতলা শহরের জয়নগর, রামনগর ও জয়পুর প্রভৃতি এলাকায় পাকিস্তানী গােলা বর্ষিত হয়। শুধু তাই নয় বিমান থেকে গুলি বর্ষণকালে পাকসেনা আগরতলায় পুলিশ হেড কোয়ার্টার, সি.আই.ডি অফিস, আগরতলা কোর্ট ও অন্যান্য সরকারী গৃহে এবং চলমান ৩টি ট্যাক্সি ও কয়েকটি বেসরকারী গৃহে গুলি বর্ষণ করে বলে প্রকাশ।
ত্রিপুরা রাজ্যের সােনামুড়া ও কৈলাশ সহরেও পাকিস্তানী গুলিবর্ষণের সংবাদ পাওয়া গেছে।
মুক্তিফৌজ কুমিল্লা, রাজশাহী প্রভৃতি জেলায় গরিলা পদ্ধতিতে পাক হানাদারদের মােকাবিলা করছে বলে ওপার থেকে সংবাদ পাওয়া গেছে।
সূত্র: দৃষ্টিপাত, ১২ মে ১৯৭১