You dont have javascript enabled! Please enable it! 1971.05.19 | প্রধানমন্ত্রীর ঝটিকা সফর | আজাদ - সংগ্রামের নোটবুক

প্রধানমন্ত্রীর ঝটিকা সফর

গত ১৫ই মে শনিবার দুপুরবেলা ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী, শিক্ষামন্ত্রী শ্রীসিদ্ধার্থ শংকর রায় ও অন্যান্য সহ ত্রিপুরার কয়েকটি শরণার্থী কেম্প পরিদর্শন করিয়া এবং সংশ্লিষ্ট পদস্থদের সঙ্গে আলাপ আলােচনা করিয়া গিয়াছেন। মেঘালয় ও আসামের মুখ্যমন্ত্রীদ্বয় শ্রীমহেন্দ্র মােহন চৌধুরী এবং ক্যাপ্টেইন উইলিয়ামসন সাংমাও তাঁহার সঙ্গে ছিলেন।
কুম্ভীরগ্রাম বিমানঘাঁটি হইতে অল্পসময়ের জন্য মােটরে উধারবন্দ আসিয়া তথাকার শরণার্থী শিবির পরিদর্শন ও তাহাদের দুঃখ-দুর্দশার খোঁজ-খবর লইয়া যান। সেখানে সমাগত এক জন-সমাবেশে তিনি সংক্ষেপে দেশের বর্তমান অবস্থা, ভারত সরকারের দুর্গত সহায়নীতি, জনগণের ধৈৰ্য্য, ঐক্য এসকল বিষয়ে কতিপয় গুরুত্বপূর্ণ কথা বলেন। তিনি জোর দিয়া বলেন ভারত মানবতার মর্যাদার ক্ষণে এবং দুর্গতদের সেবা সাহায্যে যথাশক্তি কাজ করিয়া যাইবে। কতিপয় পদস্থ সরকারী ও বেসরকারী ব্যক্তি বিমানবন্দরে তাহার সাক্ষাৎ করিয়াছিলেন।

সূত্র: আজাদ, ১৯ মে ১৯৭১