সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোন মূল্যে রক্ষা করুন
উধারবন্দে জনসভায় প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ভাষণ
গত ১৫ই মে প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী উধারবন্দ শরণার্থী শিবিরে এক জনসভায় ভাষণদান কালে বলেন যে, বর্তমান সংকটে যে কোন মূল্যে জনসাধারণকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করিতে হইবে। তিনি বলেন আমরা যদি এই কর্তব্য সম্পাদনে ব্যর্থ হই তবে পূর্ববঙ্গের আপামর মানুষ তাহাদের গণতান্ত্রিক অধিকার রক্ষা ও মুক্তির জন্য যে মরণপণ সংগ্রাম করিতেছেন, তাহাকেই বানচাল করা হইবে। প্রধানমন্ত্রী শরণার্থীদের উদ্দেশ্যে বলেন যে কঠোর পরিশ্রম, নিরলস কষ্ট স্বীকার এবং প্রচণ্ড ত্যাগের মাধ্যমেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ সফল হইতে পারে। তিনি জোর দিয়ে বলেন যে আপনারা নিশ্চিত থাকুন, বাংলাদেশের মানুষের এত ত্যাগ স্বীকার কখনও ব্যর্থ হইতে পারে না।
সভায় যােগদানের পূর্বে প্রধানমন্ত্রী কুম্ভীরগ্রাম বিমানঘাটিতে কাছাড় জেলার বিভিন্ন সংগঠন এবং জনপ্রতিনিধিদের সহিত শরণার্থী সমস্যার বিভিন্ন দিক নিয়া আলােচনা করেন। জেলার বিভিন্ন নেতার বক্তব্য প্রধানমন্ত্রী অত্যন্ত ধৈৰ্য্য এবং গুরুত্ব সহকারে শ্রবণ করেন এবং বিবেচনার আশ্বাস দেন। আসামের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী শ্রীসাধনরঞ্জন সরকারকে প্রধানমন্ত্রী আশ্বাস দেন যে শরণার্থীদের জন্য প্রয়ােজনীয় সি.আই. সিট এবং ঔষধ পত্রাদি যথাশীঘ্র প্রেরণ করা হইবে।
সূত্র: যুগশক্তি, ২১ মে ১৯৭১