পাক গােলাবর্ষণে সীমান্তবর্তী গ্রামসমূহে বহু ভারতীয় নাগরিক হতাহত
গত ১লা ডিসেম্বর থেকে ৮ই ডিসেম্বর পর্যন্ত পাক গােলাবর্ষণে ভারতের সীমান্তবর্তী গ্রামসমূহে আটজন ভারতীয় নাগরিক নিহত এবং আটজন আহত হয়েছেন।
১লা ডিসেম্বর অতর্কিত পাক গােলাবর্ষণে লক্ষ্মীবাজার গ্রামের আবদুল জলিল (২৫), পাণিঘাটের বিলাল উদ্দিন (১০), দেওতলীর খুরশীদ আলী (৬০), উত্তর লাফাশাইলের আবদুল কাদির ও ছেরুলভাগের সমির আলী নিহত হন।
৫ই ডিসেম্বর সুতারকান্দিতে অতর্কিত গােলাবর্ষণে আবদুল রহমান (১৮), চালিন্দির মহেন্দ দাস (৪৫), এবং বসন্ত দাসের (৩০) মৃত্যু ঘটে। ঐদিন বসন্ত দাসের স্ত্রী নিবাসী দাস (১৬), এবং একই পরিবারের বাণী দাস (১২), সুমতি দাস (৪৪), ও সাথী দাস (১৩) গুরুতররূপে আহত হন।
৬ই ডিসেম্বর ব্রাহ্মণগুল গ্রামের প্রমােদিনীবালা নাথ এবং ৭ই ডিসেম্বর পাকড়িয়া গ্রামের আমিলা বিবি (৯), হাওয়ারীন্নেসা (৩৫), ও জমির আলী (৭০) পাক গােলাবর্ষণে গুরুতর আহত হন।
সূত্র: যুগশক্তি, ১৭ ডিসেম্বর ১৯৭১