You dont have javascript enabled! Please enable it!

পাক গুপ্তচরদের সাম্প্রদায়িক উস্কানী

পূর্ব বাংলায় আওয়ামী লীগ বিরােধী পশ্চিম পাকিস্তানী গুপ্তচর গােষ্ঠী স্বাধীন বাংলায় মাথা তুলতে না পেরে দলে দলে ভারত ভূমিতে শরণার্থীর মুখােস পরে প্রবেশ করতে সুরু করেছেন। এই সকল গুপ্তচরেরা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে বিপথগামী করার চেষ্টায় ভারত ভূমিতে বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলগুলিতে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানাের আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। শহরাঞ্চলে সুবিধা করতে না পেরে সুদূর পল্লী অঞ্চলে এই সকল ঘৃণিত প্ররােচকদের অনুপ্রবেশ ঘটেছে। এই মহকুমার আছিমগঞ্জ, চেরাগী, রঘুরটুক প্রভৃতি হাট-বাজারগুলিতে একটি গােলযােগ সৃষ্টির প্ররােচনা জোগাচ্ছে বলে সংবাদ পাওয়া যাচ্ছে।
সুতরাং সময় থাকতে আমরা সকল সম্প্রদায়ের জনগণকে এই সকল প্ররােচকদের সম্পর্কে সাবধান থাকার জন্য অনুরােধ করতে চাই। ইয়াহিয়া খানের এই সকল অনুচরদের সন্ধান পেলে তৎক্ষণাৎ নিকটবর্তী পুলিশ ষ্টেশনগুলিতে সংবাদ দেওয়ার জন্য আমরা জনগণকে অনুরােধ করি।

সূত্র: দৃষ্টিপাত, ২১ এপ্রিল ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!