You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তানে ইসলামী শাসনতন্ত্র?

আমি বাংলাদেশের সিলেট জেলা থেকে আগত একজন শরণার্থী। গত ২৫ শে মার্চ থেকে বাংলাদেশে বর্বর সেনাপতি ইয়াহিয়ার সামরিক জান্তারা যে গণহত্যা ও দমন নীতি চালিয়েছে তার বর্ণনা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। গত ২৮/৬/৭১ইং তারিখে সন্ধ্যা ৬ ঘটিকার সময় সেনাপতি ইয়াহিয়া খা দেশবাসীর উদ্দেশ্যে যে বেতার ভাষণ দেন তা যে আদৌ গণতান্ত্রিক নয় সে সম্বন্ধে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই। অনেকে ধারণা করেছিলেন যে হয়তবা পাকিস্তানের রাজনৈতিক সমাধানের একটা সুরাহা করার জন্য তথাকথিত প্রেসিডেন্ট কিছুটা আগ্রহ প্রকাশ করবেন কিন্তু পরিবর্তে দেখা যায় তিনি একটা মােটা চাল করে তিনি উহাকে আরও বিঘ্নিত করেছেন। গত ২৮ জুনের বেতার ভাষণটির একমাত্র লক্ষ্য বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া হয়। তার সম্পূর্ণ স্বাভাবিকতা বিরাজ করছে এবং ঐ স্বাভাবিক অবস্থাটা যে কতটুকু মিথ্যা আজ তা পৃথিবীর সকল শান্তিপ্রিয় মানুষের কাছে ধরা পড়েছে। | হা! খুবই খুশির বিষয় যে ইসলাম দরদী পাক প্রেসিডেন্ট দৃঢ় কণ্ঠে ঘােষণা করেছেন পাকিস্তানের শাসনতন্ত্র রচনা হবে সম্পূর্ণ ইসলামী ভিত্তিতে এবং তার প্রধান উদ্দেশ্য দেশে ইসলামী শাসন কায়েম করা। কিন্তু সেনাপতি ইয়াহিয়া! আজ আমি তােমাকে প্রশ্ন করতে চাই তুমি কি রকম ইসলামী শাসনতন্ত্র তৈরি করার পরিকল্পনা করেছ। তােমার এই ঘােষণায় মনে হয় তুমি একজন খাঁটি মুসলমান, আর খাটি মুসলমানের দাবি নিয়েই তুমি কি তােমার কুকুর সেনাবাহিনীকে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছ? তােমার অন্তরে যদি এতটুকুও মানবতা বােধ থাকত তবে তবে কখনও এরকম নৃশংস কাজ করতে পারতে না। আরও আশ্চর্যের বিষয় বাংলাদেশের ঠিক মাগরিবের নামাজের সময়ই তােমার ধাপ্পাবাজীর বুলি রেডিও পাকিস্তান থেকে প্রচারিত হতে থাকে। আমি কি জিজ্ঞাসা করি ঠিক এরকম ইসলামী শাসনতন্ত্র কায়েম করার মতলব এটেছ কি, ইসলাম দরদী খাটি মুসলমানই বটে।
২৩-৭-৭১ ইং
মাে. লিয়াকত হােসেন চৌধুরী, দেবস্থান বাজার, নওগাঁ

সূত্র: আজাদ, ৪ আগস্ট ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!