You dont have javascript enabled! Please enable it!

পাকিস্তানী গােলায় ভারতীয় মহিলা নিহত

গত ১০ই আগষ্ট বাংলাদেশের লাতু-সাবাজপুর এলাকায় পাক সৈন্যদের সঙ্গে মুক্তিফৌজের যখন প্রচণ্ড সংঘর্ষ চলছিল, তখন পাক সৈন্যগণ কর্তৃক নিক্ষিপ্ত একটা গােলা ভারতীয় গ্রাম লাতুর একটি বাড়ীতে পড়ে। ফলে পঙ্কজিনী দেবী নামে ৫৫ বৎসরের একজন মহিলা ঘটনাস্থলেই নিহত হন এবং ঐ একই বাড়ীর শ্রীললিত চক্রবর্তী, শ্রীবিজন চক্রবর্তী, সুনীতি দেবী ও শ্রীমতী চারু চক্রবর্তী গুরুতরভাবে আহত হন। মুক্তিফৌজ দৃঢ়তার সঙ্গে এই আক্রমণের মােকাবেলা করেন এবং মর্টার দিয়ে পাল্টা আক্রমণ চালান। তীব্র আক্রমণের ফলে সাবাজপুর পাক ঘাঁটিটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে যায়। ঐ আক্রমণে ৫০ জন পাক সৈন্যকে খতম করে দেওয়া হয় এবং ৬৫ জন পাক সৈন্য গুরুতর আহত হয়। মুক্তিফৌজের ৭ জনও গুরুতর আহত হন। এখন তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
সীমান্তবর্তী ভারতীয় গ্রামে পাকবাহিনীর এই অতর্কিত গােলাবর্ষণের ফলে গ্রামবাসীদের মধ্যে দারুণ আতঙ্ক দেখা দিয়েছে।

সূত্র: যুগশক্তি, ১৩ আগস্ট ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!