You dont have javascript enabled! Please enable it! 1971.10.06 | পাক গুলিতে একজন ভারতীয় মহিলা, ৩টি গরু ও ১টি শৃগাল নিহত | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

পাক গুলিতে একজন ভারতীয় মহিলা, ৩টি গরু ও ১টি শৃগাল নিহত

গত ১১ই সেপ্টেম্বর থেকে পাক সেনাবাহিনী লাতু সেক্টরের ভারতীয় গ্রামগুলির উপর অবিশ্রান্ত গুলি চালিয়ে যাচ্ছে। ২৫ পাউণ্ডার মটারের গুলি ভারতীয় এলাকার ৪/৫ কিলােমিটার অভ্যন্তরে পড়ে সীমান্ত এলাকার জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে। যেখানেই গুলিগুলাে এসে পড়েছে সেখানেই বড় বড় গর্ত হয়ে যাচ্ছে।
গত ১৪ তারিখ ইতস্তঃত গুলি নিক্ষেপের ফলে লাতুবাজারের সন্নিকটে একটি গরু নিহত হয়।
১৬ তারিখ সন্ধ্যা থেকে অবিশ্রান্ত মর্টারের গুলির ফলে ফকিরের বাজার পর্যন্ত গ্রামগুলির জনসাধারণের পক্ষে চলাফেরা করা দুষ্কর হয়ে ওঠে। রাত্রি প্রায় ৯.৩০ ঘটিকায় পুরাহুরিয়ার সভাপতি মােঃ নূরুল হক চৌধুরী বাড়ীতে এবং চারপাশে গােলা বর্ষিত হতে থাকে। এই গুলিতে উক্ত বাড়ীর রান্নাঘরে কর্মরতা আলেকজান বিবির মৃত্যু ঘটে। পুরাহুরিয়া গ্রামের ফরিজ আলীর বাড়ীতেও গুলি পড়িয়া দুইটি গরুর মৃত্যু ঘটে। দাসগ্রাম পুলের নিকটেও গুলির আঘাতে একটি শৃগালের মৃত্যু ঘটে।

সূত্র: দৃষ্টিপাত, ৬ অক্টোবর ১৯৭১