You dont have javascript enabled! Please enable it!

বদান্যতা

করিমগঞ্জ মহকুমার শরণার্থী শিবিরগুলিতে কিছু কিছু বার্ধক্য ও রােগজনিত মৃত্যু ঘটছে। সম্প্রতি জ্বালানী কাষ্ঠের সরবরাহ বন্ধ থাকার দরুণ এই সকল শব দাহে বিশেষ অসুবিধা দেখা দিয়েছে। সােনাখিরা শরণার্থী শিবিরে পাথারকান্দির শ্রীধনসেনা রাজকুমার অনুরূপ ১৭টী ক্ষেত্রে লাকড়ি ও অর্থ সাহায্য করেছেন। সরকারী ব্যবস্থা না হওয়া পর্যন্ত অনুরূপ সাহায্য করবেন বলে তিনি আমাদের সংবাদদাতাকে জানিয়েছেন।

সূত্র: দৃষ্টিপাত, ৬ অক্টোবর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!