পাক সৈন্যের মনােবল ভঙ্গ
সংবাদে প্রকাশ যে পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রধান লে. জেনারেল নিয়াজি রাওয়ালপিণ্ডিতে তাহাদের কেন্দ্রীয় সমর দপ্তরে যে গােপন রিপাের্ট দিয়াছেন তাহাতে নাকি এইরূপ মন্তব্য করা হইয়াছে যে, পাক সৈন্যদের মনােবল একেবারেই ভাঙ্গিয়া গিয়াছে। এখন তাহারা কেবল মৰ্য্যাদার জন্যই যুদ্ধ করিতেছে। রেশনের অভাব, ঘুমের অভাব ইত্যাদি কারণে সৈন্যদের মধ্যে নিরুৎসাহ দেখা দিয়াছে। রিপাের্টে নাকি আরও প্রকাশ যে, রাজাকারদের এখন আর বিশ্বাস করা যাইতেছে না। তাহারা প্রায়ই বিশ্বাসঘাতকতা করিতেছে। পাকিস্তানের সামরিক অফিসার বা ডা. মালিক ও সৈন্যদের মনােবল বৃদ্ধি করিতে পারিতেছে না, এখন একেবারে নীচে নেমে গেছে। আরও প্রকাশ যে নাগরিকদের কাছ হইতে সৈন্যরা এখন মােটের সমর্থন পাইতেছে নাহ তাহারা সুযােগ পাইলেই তাহাদেরকে হয়রান করিতেছে। এই গােপন রিপাের্ট এর একটি প্রতিলিপি মুজিবনগরে বাংলাদেশ মুক্তিবাহিনীর সদর দপ্তরে পৌঁছায়। তাহা হইতেই এই গােপন সংবাদ জানা গিয়াছে।
সূত্র: দৃষ্টিপাত, ২৭ অক্টোবর, ১৯৭১