করিমগঞ্জে অবিরত পাকিস্তানী গােলাবর্ষণ
ওপার থেকে মর্টার ও মেসিনগানের সাহায্যে করিমগঞ্জের দিকে পাকিস্তানী গােলাগুলি বর্ষণের ঘটনা। অত্যধিক বৃদ্ধি পেয়েছে। গত ২৪ শে অক্টোবর সকালে পাকিস্তানী সৈন্যরা করিমগঞ্জের লাতুর নিকটবর্তী দেওতলী ও মনতলী গ্রামে ৩ ইঞ্চি ব্যাসের মর্টার থেকে প্রচণ্ড গুলিবর্ষণ করে। এতে একজন বৃদ্ধা আহত হন। বলে জানা যায়। রবিবার রাত্রে সহরের নিকটবর্তী টিলাবাজার এলাকায় বহুক্ষণ কুশিয়ারা নদীর অপর তীর পাকিস্তান থেকে মেসিনগানের গুলিবর্ষণের খবর পাওয়া যায়। কিন্তু কেহ হতাহত হয় নাই। ইতিপূর্বে আরাে একদিন শহরের প্রান্ত সীমায়ও দুইটী পাক গুলি এসে পড়ে। ২২ শে অক্টোবর সকালে করিমগঞ্জ রেল স্টেশনে একটী রেলইঞ্জিন ও অপর দুইটী চলন্ত গাড়ীর উপর গােলাবর্ষণ করে, অবশ্য গুলি লক্ষ্যভ্রষ্ট হয়। গত এক সপ্তাহ যাবত বিভিন্ন স্থানে প্রত্যেক দিনই পাক গুলি এসে পড়ছে।
সূত্র: দৃষ্টিপাত, ২৭ অক্টোবর ১৯৭১