পশ্চিম পাকিস্তানের দৈনিকগুলির উপর সরকারী নিষেধাজ্ঞা
নয়াদিল্লী–পশ্চিম পাকিস্তানের দৈনিক কাগজগুলিতে সরকার বিরােধী খবর প্রকাশে পাকিস্তান সরকার এতই চিন্তিত হয়ে পড়েছেন যে তারা দৈনিকগুলির উপর বাংলাদেশ সম্বন্ধীয় কোনও খবর ছাপা সম্বন্ধে এক আদেশ জারি করেছেন। কাগজগুলিতে কিছুদিন হল নিয়মিতভাবে পূর্ববাংলার পরিস্থিতির জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়া খানকে দায়ী করা হচ্ছে এবং বলা হচ্ছে যে, পাকিস্তান সরকার পূর্ববাংলার পরিস্থিতি আয়ত্বে আনতে পারছেন না। এই সমস্ত খবর প্রকাশিত হবার ফলে পশ্চিম পাকিস্তানেও জনগণের মধ্যে নানা প্রকার অসন্তোষের সৃষ্টি হয়েছে। এই কারণেই পাকিস্তান সরকার খবর প্রকাশের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ই,আই,এন,এ
সূত্র: দৃষ্টিপাত, ২৬ মে ১৯৭১