You dont have javascript enabled! Please enable it! 1971.05.28 | ভারতীয় এলাকায় পাকিস্তানী সৈন্যের হামলা: সাতজন নিহত, দশজন আহত, দুইজন অপহৃত | যুগশক্তি - সংগ্রামের নোটবুক

ভারতীয় এলাকায় পাকিস্তানী সৈন্যের হামলা
সাতজন নিহত, দশজন আহত, দুইজন অপহৃত

গত ২৪শে মে দুপুরে পাকিস্তানী সৈন্যবাহিনী করিমগঞ্জ সহরের অদূরবর্তী সূতারকান্দি-জাড়াপাতা সীমান্ত এলাকায় প্রচণ্ডভাবে গুলিবর্ষণ করিতে করিতে ভারতীয় এলাকার এক মাইল ভিতরে অনুপ্রবেশ করে। সীমান্তরক্ষী বাহিনীর দুইজন এবং পাঁচজন গ্রামবাসী পাক সৈন্যের এক আকস্মিক হামলায় নিহত হন। সীমান্তরক্ষী বাহিনীর চারজন এবং ছয়জন গ্রামবাসী আহত হইয়াছেন। তাহা ছাড়া পাক সৈন্য কর্তৃক দুই জন গ্রামবাসীকে অপহরণের সংবাদ পাওয়া গিয়াছে। সীমান্তরক্ষী বাহিনী অপ্রস্তুত অবস্থায় প্রথমে কোন সক্ষম প্রতিরােধ তৈরী করিতে ব্যর্থ হন। ফলে কয়েক ঘণ্টার জন্য সূতারকান্দি চেক-পােষ্টসহ ভারতীয় সীমান্ত এলাকার কিছু অংশ পাকিস্তানীদের হাতে আসে। এই সময় তাহারা জাড়াপাতা ও সূতারকান্দির কয়েকটি ঘরবাড়ী পুড়াইয়া দেয়। পরে আসাম পুলিশ ব্যাটেলিয়নের একটি দল আক্রমণ করিয়া ভারতীয় এলাকা ছাড়িয়া যাইতে পাক সৈন্যদের বাধ্য করে। | করিমগঞ্জ বাংলাদেশ ত্রাণ কমিটির যুগ্ম সম্পাদক শ্রীভূপেন্দ্রকুমার সিংহ, প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও আসামের মুখ্যমন্ত্রীর কাছে তার বার্তাযােগে এই ঘটনার বিবরণ জানাইয়া অবিলম্বে করিমগঞ্জের সহর, বাজার ও গ্রাম এলাকার নিরাপত্তা বিধানের যথাযযাগ্য ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাইয়াছেন। তার বার্তায় বলা হয় যে, কুশিয়ারার অপর তীরে জকিগঞ্জে পাকবাহিনীর আক্রমনাত্মক প্রস্তুতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের নিরাপত্তা বিঘ্নিত হইয়াছে। সীমান্তের অধিবাসীদের মধ্যে ত্রাসের সঞ্চার হইয়াছে এবং সীমান্তবর্তী গ্রাম ছাড়িয়া নিরাপদ আশ্রয়ের সন্ধানে অনেকেই অন্যত্র চলিয়া যাইতেছেন।

সূত্র: যুগশক্তি, ২৮ মে ১৯৭১