You dont have javascript enabled! Please enable it!

জকিগঞ্জ হইতে পাকবাহিনী উধাও
মুক্তিফৌজ কর্তৃক জকিগঞ্জ-শ্রীহট্ট রােডে সেতু ধ্বংস

করিমগঞ্জের ওপারে বাংলাদেশের জকিগঞ্জ হইতে পাকবাহিনী সম্পূর্ণ উধাও হইয়াছে। প্রকাশ, গােলাপগঞ্জ পরগণার শেওলার নিকটে এখন তাহাদের ছাউনি পড়িয়াছে। জকিগঞ্জে কুশিয়ারা নদীর তীরে পাকবাহিনী কামান, মর্টার ইত্যাদি বসাইয়াছিল, সেইগুলিও তাহারা তুলিয়া নিয়া গিয়াছে। প্রকাশ যে, ২ দিনের গেরিলা আক্রমণে ঐ এলাকায় মুক্তিযােদ্ধারা পাক হানাদারদের নাস্তানাবুদ করিয়া তুলিয়াছিল। মুক্তিযােদ্ধারা জকিগঞ্জ-শ্রীহট্ট রাস্তায় দুইটি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করিয়া দেওয়ার ফলে পাক হানাদাররা খুবই বে-কায়দায় পড়িয়াছে।

সূত্র: যুগশক্তি, ৪ জুন ১৯৭১