পাকিস্তান সাহায্য কমিটির সভা
রাজনৈতিক সমাধান না হওয়া পর্যন্ত সাহায্য বন্ধ
এগারটি রাষ্ট্রের সদস্য বিশিষ্ট পাকিস্তান সাহায্য কমিটির এক বৈঠক গত ২১শে জুন প্যারিসে অনুষ্ঠিত হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সমাধান দৃষ্ট না হলে আগামী সভা পৰ্য্যন্ত পাকিস্তানকে সর্ব প্রকার সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি রাজনৈতিক সমাধান করেন সেটা দেখার জন্য দাতা দেশগুলি অপেক্ষা করার সিদ্ধান্ত গ্রহণ করেন। আগামী সভা কবে পৰ্য্যন্ত অনুষ্ঠিত হবে তার কোন স্থির সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি।
কমিটি সম্প্রতি পাকিস্তান সফররত বিশ্ব ব্যাংকের দক্ষিণ এশীয় ডিরেক্টর মিঃ পিটার গারগিলের রিপাের্ট সম্পর্কে আলােচনা করেন। গত বৎসর এই কমিটি পাকিস্তানকে ৩৭৬ লক্ষ ষ্টার্লিং সাহায্য করেছেন।
সূত্র: দৃষ্টিপাত, ২৩ জুন ১৯৭১