You dont have javascript enabled! Please enable it! 1971.06.30 | আতঙ্কিত সংবাদ | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

আতঙ্কিত সংবাদ

বাংলাদেশে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে বলে পাকিস্তান বিশ্বে ঢাক পেটাতে শুরু করেছে। ঠিক একই সময়ে পাকিস্তান ফৌজ কর্তৃক প্রেরিত কয়েকটি আতঙ্কজনক সংবাদ মুক্তিফৌজের বেতারে ধরা পড়েছে।
একটি সংবাদ “শত্রুরা আমাদের সুরমা পােষ্ট তিনদিক থেকে তিন ইঞ্চি মর্টার এবং স্বয়ংক্রিয় যন্ত্র দিয়ে আক্রমণ চালিয়েছে, অবস্থা বিপজ্জনক”।
আরেকটি সংবাদ “দুই মাস যাবৎ বেতন পাওয়া যাচ্ছে না, ব্যবস্থা করুন”।
আরেকটি সংবাদ “ধরা পড়েছে পেটি অফিসার কমাণ্ডিং আ, জি, জমসেদ পাঠাচ্ছেন।” “২৯শে এপ্রিল মেজর মাসুদ এক ব্যাংক ম্যানেজারকে আদেশ দেন জমা টাকা সব তাকে দিয়ে দেওয়ার জন্য। ব্যাংক ম্যানেজার ২,৫৭,৫৪,০০০ টাকা মেজরের হাতে তুলে দেন। তারপর থেকে মেজর লাপাত্তা হয়ে গেছেন”।

সূত্র: দৃষ্টিপাত, ৩০ জুন ১৯৭১