You dont have javascript enabled! Please enable it!

জকিগঞ্জ-আটগ্রাম এখন পাক হানাদার মুক্ত

বাংলাদেশ সরকারের অসামরিক শাসন প্রতিষ্ঠিত গত ২১শে নভেম্বর থেকে শ্রীহট্ট জেলার জকিগঞ্জ থেকে আটগ্রাম, পৰ্য্যন্ত ২৫ বর্গ কিলােমিটার অঞ্চলে স্বাধীন বাংলাদেশের পতাকা উড়ছে। ২০ নভেম্বর রাত্রে মুক্তিবাহিনীর রেজিমেন্ট এক সাঁড়াশী আক্রমণ চালিয়ে উক্ত অঞ্চলকে পাক হানাদারমুক্ত করেন। আটগ্রামের সংঘর্ষে ৫২ জন পাক সৈন্য নিহত এবং ৩৬ জন ধৃত হয়। জকিগঞ্জে ২০ জন মুক্তিবাহিনীর হাতে ধরা পড়ে। বহু রাজাকার অস্ত্রসহ আত্মসমর্পণ করে। . পাকবাহিনীর একজন লেফটেন্যান্টকে একটি বাঙ্কারে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রচুর অস্ত্রশস্ত্র মুক্তিবাহিনীর হাতে এসেছে, সেই সঙ্গে একটি ঘরে কয়েক টন বিস্ফোরক দ্রব্যও পাওয়া গেছে। এগুলাে সম্ভবতঃ ভারতে নাশকতামূলক কাজ চালানাের জন্যে আনা হয়েছিল।
২৩শে নভেম্বর আওয়ামী লীগের এম. এন. এ ও বাংলাদেশ সরকারের শ্রীহট্ট জেলার প্রশাসক ফরিদ গাজী প্রায় তিন সহস্র জনতার এক সমাবেশ উক্ত অঞ্চলে বাংলাদেশ প্রশাসনের কাজ চালু করেন। জয় বাংলা’ ধ্বনিতে সভাস্থল মুখরিত হয়ে ওঠে। বর্তমানে এ মুক্তাঞ্চলে সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাত্রা চলছে। হাটবাজার ও শিক্ষালয়গুলাের কাজ যথারীতি চলছে। তবে যে সমস্ত সরকারী কর্মচারী পাকবাহিনীর সঙ্গে সহযােগিতা করেছিলেন, তাদের সাসপেণ্ড করা হয়েছে। অসামরিক প্রশাসনের বিভিন্ন কাজের দায়িত্ব দিয়ে বাংলাদেশ সরকার এখানে ছ’জন কর্মচারী নিয়ােগ করেছেন, থানাও চালু হয়েছে।

সূত্র: যুগশক্তি, ২৬ নভেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!