পাকিস্তানী গুপ্তচর সন্দেহে ডেটনেটর সহ এক ব্যক্তি ধৃত
সম্প্রতি কালাইনে জালাল উদ্দিন (ছদ্মনাম মনি রায়) নামক একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে পাকিস্তানী গুপ্তচর সন্দেহে গ্রেপ্তার করা হইয়াছে।
কাটিগড়া আঞ্চলিক পঞ্চায়েত সহ-সভাপতি শ্রীসুকুমার ভট্টাচাৰ্য্য সন্দেহজনক চলাফেরাকারী এই ব্যক্তিটিকে তল্লাসী করিয়া উক্ত ১২টি ডেটনেটর একখানা নাইলন মােজার ভিতর হইতে পাইয়াছেন। শ্রীভট্টাচাৰ্য অনতিবিলম্বে কটিগড়া থানার ভারপ্রাপ্ত অফিসার শীকেদার পালকে উক্ত ঘটনার সংবাদ জানাইয়া তাঁহার সাহায্য প্রার্থনা করেন। শ্রীপাল তৎক্ষণাৎ কালাইন বাজারে আসিয়া প্রাথমিক তল্লাসী চালাইয়া স্থানীয় রূপই মিয়ার চায়ের দোকনের একটি ক্যাশ বাক্স হইতে আরােও ৩টি অনুরূপ ডেটনেটর ও ৩৩’ লম্বা একখানা ফিউজ আটক করেন। পরে রূপই মিয়ার বাসগৃহের একটি ট্রাঙ্ক হইতে প্রায় ৫ ফিউজ লাগানাে অনুরূপ আরও একটি ডেটনেটর আটক করা হইয়াছে। উক্ত ট্রাঙ্ক হইতে অস্ত্র সজ্জিত একজন নাগা, পাকিস্তান সৈন্যবাহিনীর অফিসার, একজন পাক আই, সি, এস, রুদ্ধদ্বার কক্ষে সভা প্রভৃতির মােট ১১ খানা ফটো, অসংখ্য চিঠি পত্র এবং মুশ্লিম লীগের একখানা ছাপা প্রচার পত্র পাওয়া গিয়াছে। শ্রীরূপই মিয়া ফেরার আছে বলিয়া জানা গিয়াছে এবং তাহার ভাই শ্রীআবদুল ওয়াহেবকে পুলিশ গ্রেপ্তার করিয়াছেন। বিগত কয়েক বৎসর যাবৎ ঐ অঞ্চলের যুব সম্প্রদায় নেতাজী কম্যুনিটি সেন্টার নামক একটি ক্লাব গঠন করিয়া শ্রীসুকুমার ভট্টাচার্যের নেতৃত্বে সমাজ বিরােধী কার্যকলাপ দমন করিতেছেন।
সূত্র: যুগশক্তি, ২১ মে ১৯৭১