You dont have javascript enabled! Please enable it!

অভিনব গেরিলা যুদ্ধ

ছাতক সিমেন্ট কোম্পানীর নিকট একটী গােরস্থানে একটী কলেরা রােগে মৃত ব্যক্তির কবর দেওয়ার জন্য চার-পাঁচ জন যুবক স্থানীয় অধিবাসীদের নিকট অনুমতি চায়। তারপর তারা কবর খনন করতে থাকে। এই খননকালে তারা আরেকটী মৃত্যু সংবাদ পায় এবং দুইটী পরিখা খনন করে। অতঃপর পর পর দুইটী মৃতদেহের কফিনের সঙ্গে দুইশত জন গ্রামবাসী কবরস্থানে উপস্থিত হন।
কফিনের মধ্যে মৃতদেহের বদলে অস্ত্রশস্ত্র পূর্ণ করে নিয়ে আসা হয়। কবরস্থানে গ্রামবাসীর ছদ্মবেশে উপস্থিত হয়ে মুক্তিসেনারা অতর্কিতে সিমেন্ট কারখানাটি আক্রমণ করে প্রায় ৭০ জন পাকসেনাকে নিহত করে এবং কারখানাটী দখল করে নেয়।

সূত্র: দৃষ্টিপাত, ২০ অক্টোবর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!