You dont have javascript enabled! Please enable it!

শ্রীহট্ট রণাঙ্গণে মুক্তিফৌজের সাফল্য
রাজাকারদের আত্মসমর্পণ

বাংলাদেশের অন্যান্য স্থানের মত শ্রীহট্ট রণাঙ্গনে মুক্তিফৌজ নির্বিচারে, পাক সৈন্য খতম করিয়া চলিয়াছে। শালুকিটর বিমানঘাঁটির নিকটে কোম্পানী গঞ্জে আজ দুই দিন যাবত মুক্তিযুদ্ধের বীর গেরীলারা যুদ্ধ করিয়া চলিয়াছে। রাধানগর প্রভৃতি স্থানেও সংগ্রাম অব্যাহত আছে। লাতু ও বড়লেখা রেল স্টেশনের মধ্যবর্তী। দুইটি পুল মুক্তিসেনারা উড়াইয়া দিয়াছে।
ছাতক সুনামগঞ্জ জলপথে রসদ বােঝাই দুইখানি লঞ্চের সলিল সমাধি হইয়াছে। নানা স্থানে তীব্র সংঘর্ষে শতাধীক খানসেনা খতম হইয়াছে। সর্বশেষ সংবাদে প্রকাশ যে ১২৫ জন রাজাকার শ্রীহট্ট জেলায়।
মুক্তিসেনাদের হাতে আত্মসমর্পণ করিয়াছে। মুক্তিফৌজের সর্বাধিনায়ক কর্ণেল ওসমানী সম্প্রতি শ্রীহট্ট রণাঙ্গনে কয়েকটি স্থান পরিদর্শণ করিয়া গিয়াছেন।

সূত্র: দৃষ্টিপাত, ৩ নভেম্বর ১৯৭১