You dont have javascript enabled! Please enable it!

গােয়াইন ঘাট ও জকিগঞ্জের বৃহদাংশ মুক্তিসেনার দখলে
বহু রাজাকার ও পাঞ্জাবী সেনা নিহত ও গ্রেফতার

সিলেট জেলার গােয়াইনঘাট থানা সহ একটা বৃহৎ অঞ্চল বর্তমানে মুক্তিসেনার সম্পূর্ণ দখলে। গােয়াইনঘাটের সন্নিকটবর্তী রাধানগরে মুক্তিসেনারা গত সপ্তাহকাল যাবৎ দুই কোম্পানী পশ্চিম পাকিস্তানী সৈন্যকে চতুর্দিকে ঘেরাও করিয়া রাখিয়াছে। সেইখানে উভয় পক্ষের তুমুল লড়াইয়ে ৩০ জনেরও অধিক পাকসেনা নিহত এবং মুক্তিসেনা গরিলা (গেরিলা) বাহিনীর ৭ জন আহত হইয়াছে বলিয়া সংবাদ পাওয়া গিয়াছে।
গত ৮ই নভেম্বর রাত্রিতে জকিগঞ্জ এলাকায় মুক্তিসেনারা পাকবাহিনীর উপর তীব্র আক্রমণ করে। বর্তমানেও উভয় পক্ষের সেই লড়াই অব্যাহত থাকিলেও বহু এলাকা হইতে পাক সেনারা পশ্চাদপসরণ করিতে বাধ্য হইয়াছে। গােলাগুলি ও মর্টারের আওয়াজে করিমগঞ্জ শহরবাসীদের কানে তালা লাগার উপক্রম হইয়াছে।
এই লড়াইয়ে ৩১ পাঞ্জাব রেজিমেন্টের (পাক) ৬ জন সৈন্য ও ১৬ জন রাজাকার ঘটনাস্থলে নিহত হয়। ৬ জন রাজাকারকে মুক্তিসেনারা গ্রেপ্তার করে। অপর পক্ষে মুক্তিসেনাদের ৪ জন আহত হয় বলিয়াও সংবাদ পাওয়া গিয়াছে।

সূত্র: দৃষ্টিপাত, ১০ নভেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!