You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশে মুক্তিসেনাদের বিজয় অভিযান-
সিলেটের আটগ্রাম, জকিগঞ্জ, কানাইঘাট চুনারুঘাট প্রভৃতি এলাকায় জয়বাংলার বিজয় নিশান
খান-সেনারা পলায়ন
(ষ্টাফ-রিপাের্টার)

করিমগঞ্জ ২২শে নভেম্বর, আজ ভাের হইতে জকিগঞ্জের অফিস আদালত, থানা ও অন্যান্য প্রতিষ্ঠানে জয়বাংলার সবুজ নিশান পৎ পৎ করিয়া উড়িতে আরম্ভ করিয়াছে। জকিগঞ্জ আটগ্রাম ও কানাইঘাট এলাকা মুক্তিফৌজের দখলে। ঈদের পর দুইদিন যুদ্ধ করিয়া মুক্তিবাহিনী পাকিস্তানী খানদেরে তাড়াইয়া দিয়াছে। গ্রামগুলিতে সকল সমাজের লােকের মুখে হাসি ফুটিয়াছে।
করিমগঞ্জ সহরেও জনগণ আনন্দ প্রকাশ করিতেছে। মুক্তিসেনারা বিজয় গৌরবে চুড়খাইর পথে সিলেটের দিকে বিপুল উৎসাহে আগাইয়া চলিয়াছে। জনগণ মনেপ্রাণে মুক্তিসেনাদেরে সাহায্য করিতেছে।
সিলেট শহরের খবর-
সিলেট সহর হইতেও পাকিস্তানের সরকারী কাগজপত্র বিমানযােগে ঢাকা বা অন্যত্র সরাইয়া নেওয়া হইতেছে। জৈন্তাপুরের দিক দিয়া মুক্তিসেনারা বিপুল বিক্রমে আগাইয়া চলিয়াছে। খানসেনারা লড়াই করার সাহস হারাইয়া ফেলিয়াছে।
বাংলাদেশের গেরিলা সেনারা মার মার করিয়া খানদেরে হটাইতেছে। সিলেট শহরের চারিদিকে বাংলাদেশের গেরিলা বাহিনী কদম কদম আগাইতেছে।

সূত্র: আজাদ, ২৪ নভেম্বর ১৯৭১

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!