You dont have javascript enabled! Please enable it! 1971.12.12 | যশােহরের মুক্তাঞ্চলে মােজফফর আহমদ | কালান্তর - সংগ্রামের নোটবুক

যশােহরের মুক্তাঞ্চলে মােজফফর আহমদ
(স্টাফ রিপাের্টার)

মুজিবনগর, ১১ ডিসেম্বর-জাতীয় আওয়ামী পার্টির সভাপতি অধ্যাপক মােজাফফর আহমদ আজ যশােহর জেলার মুক্তাঞ্চল—সারসা, নাভারণ, যশােহর শহর ও ঝিকরগাছা-পরিদর্শন করেন এবং জনগণের কাছে বর্তমান কত বিশ্লেষণ করেন।
তাঁর সঙ্গে ছিলেন বাঙলাদেশের ‘অগ্নিকন্যা’ হিসেবে সুপরিচিতা ন্যাপ নেত্রী বেগম মতিয়া চৌধুরী, ন্যাপ মুখপত্র নতুন বাঙলা’-র সম্পদাক হাসান আলী ও পাবনা জেলার প্রখ্যাত ন্যাপ সংগঠক আমিনুল ইসলাম বাদশা।
একাধিক পথসভায় ভাষণ দান প্রসঙ্গে অধ্যাপক আহমদ বলেন, পাক সামরিক জুন্টা নিশ্চিহ্ন হওয়ার সঙ্গে সঙ্গে নতুন এক জাতি জন্মলাভ করেছে। এখন জনগণের সামনে বিপুল দায়িত্ব বিধ্বস্ত অর্থনীতির সার্বিক পুনর্গঠন।
“গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও জোট নিরপেক্ষতার যে আদর্শের জন্য দশ লক্ষাধিক জনগণ তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন এবং এক লক্ষাধিক মানুষ মুক্তিবাহিনীর সদস্য হিসেবে মিত্র বাহিনীর পাশে যুদ্ধরত সেই আদর্শ প্রতিষ্ঠার জন্য একযােগে কাজ করতে হবে।” তিনি যশােহর শহরে ন্যাপ কর্মীদের সঙ্গেও মিলিত হন।

সূত্র: কালান্তর, ১২.১২.১৯৭১