You dont have javascript enabled! Please enable it!

বাংলাদেশের বহু থানা মুক্তিফৌজের দখলে

আগরতলা-এখানে পাওয়া সংবাদে জানা যায় যে বাংলাদেশের বহু থানা মুক্তিফৌজ দখল করে নিয়েছে। এগুলির মধ্যে বহুক্ষেত্রে থানা অফিসার আক্রমণ রুখতে না পেরে দলবল এবং অস্ত্রশস্ত্র নিয়ে নিজেরাই আত্মসমর্পণ করেছে। কোন কোন ক্ষেত্রে তারা মুক্তিফৌজে যােগদান করেছে। করিমগঞ্জ থেকে পাওয়া এক সংবাদে প্রকাশ যে গত ১৫ দিনে শ্রীহট্ট জেলায় অন্ততঃ ১৫ জন থানা অফিসার মুক্তিফৌজের কাছে আত্মসমর্পণ করেছে। এদের অন্ততঃ ৬ জন পাঞ্জাবী মুসলমান। বাংলাদেশের বেশীর ভাগ থানা অফিসারই পাঞ্জাবী-বাঙালী অফিসার এবং পুলিশেরা এখনও কাজে যােগ দেননি; অনেকেই মুক্তিফৌজে যােগ দিয়েছেন, আবার কেউ কেউ বা গ্রামে নিয়ে বসবাস করেছেন।
ই, আই, এন, এ,

সূত্র: দৃষ্টিপাত, ১৫ সেপ্টেম্বর ১৯৭১