You dont have javascript enabled! Please enable it! 1971.10.20 | ছাতক শহর বর্তমানে মুক্তিসেনার অধীনে | দৃষ্টিপাত - সংগ্রামের নোটবুক

ছাতক শহর বর্তমানে মুক্তিসেনার অধীনে

মুক্তিবাহিনী ছাতক সিমেন্ট কারখানা ও শহরটি দখল করে নিয়েছে। সেখানে বর্তমানে বাংলাদেশের পতাকা উড়ছে।
মুক্তিবাহিনী ছাতক ও জেলা সদর শহর সিলেটের মধ্যে রেল ও সড়ক যােগাযােগ বিচ্ছিন্ন করে দিয়েছে। মুক্তিবাহিনী সিলেট থেকে ১০ কিলােমিটার দূরে লামাকাজি পৰ্য্যন্ত এগিয়ে গেছেন বলে জানা গেছে।
বিভ্রান্ত পাক সেনারা জেট বিমান থেকে নিরস্ত্র জনসাধারণের উপর গােলাবর্ষণ করে। এতে শতাধীক নিরস্ত্র জনসাধারণ হতাহত হয়। সেই অঞ্চল থেকে প্রায় ১৫ সহস্র নতুন শরণার্থী বালাট অঞ্চলে চলে এসেছে বলে জানা গেছে। | বর্তমানে মুক্তিবাহিনীর সঙ্গে লামাকাজিতে পাকসেনাদের প্রচণ্ড লড়াই চলছে।

সূত্র: দৃষ্টিপাত, ২০ অক্টোবর ১৯৭১