You dont have javascript enabled! Please enable it!

মুক্তিবাহিনীর গেরিলা তৎপরতা অব্যাহত

সম্প্রতি বড় লেখা থানার কেরামতনগর চা-বাগানে আক্রমণ চালিয়ে বাংলাদেশের মুক্তিযােদ্ধারা অন্ততঃ ১০ জন পাক সেনাকে খতম করেন এবং বহু সংখ্যক হানাদার সৈন্যকে জখম করেন। হবিগঞ্জের আমু চাবাগানে অপর এক সংঘর্ষে ১০ জন খান সেনা মুক্তিবাহিনীর হাতে খতম হয়।
স্বাধীন বাংলাদেশের তথ্য বিভাগ থেকে পরিবেশিত এক সংবাদে জানা গেছে যে, মুক্তিফৌজের গেরিলা আক্রমণে পাকবাহিনীর মধ্যে এখন দারুণ আতঙ্ক দেখা দিয়েছে। গত কয়েক মাসে কয়েক হাজার পাক সেনা মুক্তি সেনা মুক্তিবাহিনীর হাতে নিহত হয়। এদের মধ্যে বহু উচ্চপদস্থ সামরিক অফিসারও আছে। পাক সেনা বাহিনীর পাঞ্জাবী সেনারা এখন তাদের মূল শিবিরগুলাে ছেড়ে কোথাও যেতে চাইছে না। এদের অনেকে আবার অসুস্থতার ভান করে হাসপাতালেও ভর্তি হচ্ছে।

সূত্র: যুগশক্তি, ৬ আগস্ট ১৯৭১